ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

পিএসজি-ম্যানসিটি হাইভোল্টেজ লড়াই

প্যারিস সেইন্ট জার্মেইয়ের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ চ্যানেল। 


দুই ক্লাবের অর্থের ঝনঝনানি ও পারফরম্যান্সে ঘরোয়া লিগের শিরোপা জেতা হয়েছে অনেকবার। মালিকানা পরিবর্তনের পর পিএসজি ফ্রেঞ্চ লিগ জিতেছে সাতবার। ম্যানসিটি প্রিমিয়ার লিগ চারবার। কিন্তু ইউরোপে তাদের সাফল্য এখনো অধরা। প্রসঙ্গত, দুই ক্লাবেরই মালিক মধ্যপ্রাচ্যের ধনকুবের।


প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিযানে সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে প্যারিসে মুখোমুখি দুই দল। এই টুর্নামেন্টে একবারই ২০১৫-১৬ মৌসুমে শেষ চারে খেলেছিল ম্যানসিটি। এবার শুধু ফাইনাল নয় শিরোপাও চায় ইপিএলের দলটি।


পিএসজি গত আসরে প্রথমবার ফাইনাল খেলেছিল। কিন্তু বায়ার্নের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে। এবার শিরোপা জিততেই চায় দলটি। যে কারণে আজকের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে সেটা অনেকটা অনুমেয়। দু’দলই যেমন জয়ের জন্য মরিয়া; তেমনি একে অপরকে সমীহও করছে। 


তারকা কোচ পেপ গার্দিওলা মাঠে নামার আগে বলেন, ‘পিএসজিতে নেইমার, এমবাপে, ডি মারিয়ার মতো দক্ষ ফুটবলার আছে। তারা প্রতিপক্ষকে চাপে ফেলতে বেশ কার্যকর। আমাদের চেষ্টাটা থাকবে সুযোগ হাতছাড়া না করা। তাহলে ইতিবাচক ফলাফল নিয়ে ফিরতে পারব।’ 


পিএসজির মূল ভরসা নেইমার। শেষবার দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি। তীরে এসে তরী ডুবিয়েছেন। এবার চান না এমন কিছু করতে। তার ভাষ্য, ‘আমরা ইউরোপের চ্যাম্পিয়নদের বিদায় করেছি। পৌঁছেছি সেমিফাইনালে। ফাইনালের জন্য আরো কঠোর পরিশ্রম করতে হবে সবাইকে।’


নেইমারে প্রবল আস্থা পিএসজির কোচ পোচেত্তিনোর। পোচেত্তিনো-নেইমার জুটি সফল হলে পিএসজি শিরোপাও পেতে পারে। এমন সম্ভাবনা দেখছেন অনেকে। শিষ্যকে নিয়ে বেশ আশাবাদী পোচেত্তিনোও, ‘নেইমারের মতো বিশ্বমানের খেলোয়াড়কে কোচিং করানোর জন্য অত বেশি কিছু করতে হয় না। প্রথমদিন থেকেই ও আমার সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। প্রতিটি নির্দেশনা মনোযোগ দিয়ে শুনে সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করে।’

ads

Our Facebook Page